February 3, 2021
হোয়াটসঅ্যাপ সম্প্রতি তাদের প্রাইভেসি পলিসি আপডেট করেছে। নতুন এ আপডেটে এখন থেকে ব্যবহারকারীদের তথ্য তারা তাদের মূল প্রতিষ্ঠান ফেইসবুকের সাথে শেয়ার করবে বলে জানিয়েছে। আর তাতেই অসন্তোষ প্রকাশ করেছেন ব্যবহারকারীরা। ইতোমধ্যে অনেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার চালিয়ে যেতে অনীহা প্রকাশ করেছেন।
তবে নতুন আপডেট সম্পর্কে কিছুটা ভুল তথ্য ছড়িয়েছে নেট দুনিয়ায়। অনেকেই ভাবছেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর ইনবক্সের মেসেজের ওপর নজর রাখতে শুরু করবে, কিন্তু বাস্তবে এটি সম্ভব নয়। যেহেতু হোয়াটসঅ্যাপের মেসেজিং সিস্টেম এখনো এন্ড-টু-এন্ড এনক্রিপটেড, তাই বার্তা প্রেরক, ও প্রাপক ভিন্ন আর কেউ তা দেখতে পারবে না।
তবে এতসব নাটকের মাঝে ঠিকই বাজিমাত করে নিয়েছে হোয়াটসঅ্যাপের কাছাকাছি প্রতিদ্বন্দ্বী অ্যাপ সিগনাল, এবং টেলিগ্রাম। এলন মাস্ক, ও এডওয়ার্ড স্নোডেনর টুইট এসবকে আরও ইন্ধন জুগিয়েছে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ছুটিয়ে তাদের কাছে নিয়ে আসার জন্য এ অ্যাপগুলো ইতোমধ্যে অনেক আকর্ষণীয় আপডেট এনেছে তাদের নতুন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে।
টেলিগ্রামের সর্বশেষ আপডেট অনুযায়ী এখন থেকে আপনি আপনার হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো টেলিগ্রামে নিয়ে আসতে পারবেন। একে চ্যাট এক্সপোর্টিং বলে।
ধরুণ, আপনি আর আপনার বন্ধু এতদিন হোয়াটসঅ্যাপে চ্যাট করতেন। কিন্তু সম্প্রতি দুজনেই হোয়াটসঅ্যাপ ছেড়ে দিয়ে টেলিগ্রাম ব্যবহার করা শুরু করেছেন। এখন আপনারা চাচ্ছেন আপনাদের হোয়াটসঅ্যাপের সর্বশেষ চ্যাটের পর থেকেই টেলিগ্রামে নতুন মেসেজিং শুরু করতর চান। এর জন্য আপনাদেরকে হোয়াটসঅ্যাপ থেকে চ্যাট এক্সপোর্ট করে টেলিগ্রামে আনতে হবে। নিচে এটি সম্পন্ন করার ধাপগুলো দেওয়া হলো।
১) যে বন্ধুটির চ্যাট এক্সপোর্ট করতে চান প্রথমে টেলিগ্রামে তাকে একটি মেসেজ পাঠিয়ে একটি কনভার্সেশন ওপেন করুন।
২) এবার আপনার হোয়াটসঅ্যাপ ওপেন করুন। ডানপাশে ওপরের দিকে তিনটি ডট দেখতে পাবেন। ওখানে ক্লিক করলে একটি নতুন পপ-আপ মেনু ওপেন হবে। ওখান থেকে সেটিংস-এ যান।
৩) সেটিংস-এর চ্যাট অপশনটি নির্বাচন করুন। এরপর নিচের দিকে চ্যাট হিস্টোরির ওপর ক্লিক করুন।
OPEN WHATSAPP > SETTINGS > CHATS > CHATS HISTORY
৪) এবার এক্সপোর্ট চ্যাট লেখাটির ওপর ক্লিক করে কনভার্সেশনটি এক্সপোর্ট করতে চান তা নির্বাচন করুন।
৫) এরপর আপনার সামনে অনেকগুলো অ্যাপ চলে আসবে। ওখান থেকে টেলিগ্রাম সিলেক্ট করুন।
OPEN WHATSAPP > SETTINGS > CHATS > CHATS HISTORY > EXPORT CHAT > select the desired conversation > select Telegram > export
৬) টেলিগ্রাম সিলেক্ট করলে এটি ওপেন হবে এবং আপনি যে কনভার্সেশনে আপনার হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্টোরি এক্সপোর্ট করতে চান, তার ওপর ক্লিক করুন। আপনার চ্যাটের সাইজ বড় হয়ে গেলে, ইচ্ছে করলে আপনি শুধু টেক্সটগুলো এক্সপোর্ট করতে পারেেন। ক্লিক করার পর চ্যাট এক্সপোর্টেড হয়ে যাবে।
এবার আপনি আগের সব মেসেজের সূত্র ধরেই টেলিগ্রাম থেকে চ্যাটিং শুরু করতে পারবেন।
Featured Image: Medianama