গুগল অ্যাসিস্ট্যান্ট-এর সাথে বাংলায় কথা বলতে চান?

Google Assistant

টেক্সট-টু-স্পিচ-এর দুনিয়া ক্রমশ দ্রুতগতিতে অগ্রসর হতে থাকলেও তা কেবল ইংরেজি ভাষার জন্য সত্য। ইংরেজির পাশাপাশি আরও কিছু ভাষায় ডিজিটাল ডিভাইসগুলো সেবা প্রদান করে থাকে। কিন্তু বেশিরভাগ ভাষার ক্ষেত্রে এই ডিজিটাল ডিভাইস গুলো সেবা প্রদানে খুব একটা সমৃদ্ধ নয়। গুগল অ্যাসিস্ট্যান্ট বা অন্যান্য আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট ডিভাইসগুলো সেবা প্রদানের ক্ষেত্রে ইংরেজিতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। এসব এআইনির্ভর অ্যাসিসট্যান্টসমূহ ইংরেজি ভাষাতেই সবচেয়ে বেশি সেবা প্রদান করতে সক্ষম। কিন্তু গুগল অ্যাসিস্ট্যান্ট ইংরেজির পাশাপাশি আপনি চাইলে কিন্তু বাংলা ভাষাতেও ব্যবহার করতে পারবেন। অর্থাৎ গুগল অ্যাসিস্ট্যান্ট আপনাকে বাংলা ভাষাতেই সেবা প্রদান করবে, আপনার সাথে বাংলাতে কথা বলবে, এবং আপনি বাংলা কথা বললে তা স্পষ্ট বুঝতে পারবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনার স্মার্টফোনে গুগল অ্যাসিস্ট্যান্ট-কে ইংরেজি থেকে বাংলায় রূপান্তরিত করবেন।

গুগল অ্যাসিস্ট্যান্ট কী?

অ্যামাজনের অ্যালেক্সা এবং অ্যাপেলের সিরির মতো কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত গুগলের নিজস্ব ব্যক্তিগত ভার্চুয়াল সহায়তাকারীই হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট। ২০১৬ সালে গুগল অ্যাসিস্ট্যান্ট লাঞ্চ করা হয়। মোবাইল হাত দিয়ে স্পর্শ না করে কেবল কন্ঠস্বর ব্যবহার করে গুগল অ্যাসিস্ট্যান্টকে দিয়ে আপনি অনেক কাজ করিয়ে নিতে পারবেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, কাউকে ফোন কল করা, ইন্টারনেটের কিছু সার্চ করা, ইউটিউবে কোন কিছু সার্চ করে তা প্লে করা, হোয়াটসঅ্যাপ বা অন্যান্য মেসেজিং সার্ভিস-এর জন্য মেসেজ লিখতে পারা, মেসেজ পড়তে পারা, ইমেইল এবং নোটিফিকেশন না দেখেই সেগুলো শুনতে পারা ইত্যাদি।

গুগল অ্যাসিস্ট্যান্ট কীভাবে কাজ করে

‘ওকে গুগল’ বা ‘হেই গুগল’ বলে ডাকলে গুগল অ্যাসিস্ট্যান্ট সচল হয়ে ওঠে। এরপর আপনার চাহিদামতন নির্দেশ প্রদান করলে অ্যাসিস্ট্যান্ট সে নির্দেশ পালন করে। যেমন, আপনি গুগলে কোনো কিছু সার্চ করলে সার্চ রেজাল্টের কিছু অংশ আপনাকে পড়ে শুনিয়ে দেবে অ্যাসিস্ট্যান্ট। আপনি চাইলে গেইম খেলতে পারবেন, মজার মজার আলাপ করতে পারবেন, গান শুনিয়ে নিতে পারবেন, কৌতুক শুনতে পারবেন, ধাঁধার খেলা খেলতে পারবেন আপনার অ্যাসিসটেন্টের সাথে। এরপর পাশাপাশি যেকোনো অ্যাপ্লিকেশন ওপেন করা, যথাসময়ে রিমাইন্ডার পাওয়া এসব খুঁটিনাটি কাজ করেও আপনাকে সাহায্য করবে গুগল অ্যাসিস্ট্যান্ট। আর আপনি নিজেই ঠিক করতে পারবেন আপনার অ্যাসিসটেন্ট ‘নারী’ হবে নাকি ‘পুরুষ’।

যেভাবে গুগল অ্যাসিস্ট্যান্ট-এর ভাষা বাংলা করবেন

ওপরে বর্ণিত সবকিছু ইংরেজিতে সম্পন্ন হবে। তবে আপনি চাইলে আপনার অ্যাসিস্ট্যান্ট-কে একজন বাঙালি হিসেবে ব্যবহার করতে পারবেন। এর জন্য আপনাকে ইংরেজির বদলে বাংলা ভাষা সেট করতে হবে।

  • প্রথমে প্লে-স্টোর থেকে গুগল অ্যাসিস্ট্যান্ট অ্যাপটি ডাউনলোড করুন। অবশ্য আপনার ফোনে এটি বিল্ট-ইন সফটওয়্যার হিসেবে দেওয়া থাকবে। না থাকলে ডাউনলোড করে নিন।
  • এরপর অ্যাপটি ওপেন করুন। ওপেন করার পর এটি আপনার ভয়েস কমান্ডের জন্য অপেক্ষা করবে। ‘চেঞ্জ ল্যাংগুয়েজ (Change language)’ শব্দদুটি উচ্চারণ করুন। এবার আরেকটি নতুন পেজ ওপেন হবে। ওই পেজে Language Setting নামের একটি অপশন দেখা যাবে। তা-তে ক্লিক করুন।
  • নতুন এই ল্যাংগুয়েজ পৃষ্ঠাতে ইংরেজি আগে থেকে সেট করা থাকবে। এর নিচে দেখবেন আরও একটি অপশন রয়েছে যেখানে লেখা রয়েছে অ্যাড আ ল্যাঙ্গুয়েজ (Add a language)। আগে থেকে সেট করা ইংরেজি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট-এর প্রাইমারি ল্যাংগুয়েজ। নিচের অপশনটিতে সেকেন্ডারি ল্যাংগুয়েজ যোগ করা যায়।
  • এবার প্রাইমারি ল্যাংগুয়েজ তথা ইংরেজির ওপর ক্লিক করলে অনেকগুলো ভাষা দেখতে পাবেন। সেখান থেকে নিচের দিকে স্ক্রল করলে ‘বাংলা (ভারত)’ দেখতে পাবেন। এখানে ‘ভারত’ বলতে বোঝানো হয়েছে এই ল্যাংগুয়েজ প্যাকেজটিতে পশ্চিমবঙ্গের বাংলা ব্যবহার করা হয়েছে। বাংলাদেশের বাংলার জন্য গুগলের আলাদা ল্যাংগুয়েজ প্যাকেজ রয়েছে যা ‘বাংলা (বাংলাদেশ)’ নামে পরিচিত। গুগল অ্যাসিস্ট্যান্ট-এ এখনো এটি যোগ করা হয়নি। তবে এতে কোনো অসুবিধা নেই, কারণ, খানিকটা বৈচিত্র্য বাদে দুদেশের বাংলা ভাষা তো একই।
  • বাংলা’র ওপর ক্লিক করে আপনি গুগল অ্যাসিস্ট্যান্ট-কে বাংলাভাষী হিসেবে রুপান্তর করতে পারবেন। এটি সিলেক্ট করার পর কেবল বাংলাই গুগল অ্যাসিস্ট্যান্ট-এর একমাত্র ভাষা হয়ে যাবে, কোনো সেকেন্ডারি ল্যাংগুয়েজ-এর অপশন থাকবে না।

ব্যাস, হয়ে গেল আপনার বাংলাভাষী গুগল অ্যাসিস্ট্যান্ট। এবার জমিয়ে আড্ডা দিন তার সাথে।

Tech Vergebd

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Default