July 16, 2021
টেক্সট-টু-স্পিচ-এর দুনিয়া ক্রমশ দ্রুতগতিতে অগ্রসর হতে থাকলেও তা কেবল ইংরেজি ভাষার জন্য সত্য। ইংরেজির পাশাপাশি আরও কিছু ভাষায় ডিজিটাল ডিভাইসগুলো সেবা প্রদান করে থাকে। কিন্তু বেশিরভাগ ভাষার ক্ষেত্রে এই ডিজিটাল ডিভাইস গুলো সেবা প্রদানে খুব একটা সমৃদ্ধ নয়। গুগল অ্যাসিস্ট্যান্ট বা অন্যান্য আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট ডিভাইসগুলো সেবা প্রদানের ক্ষেত্রে ইংরেজিতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। এসব এআইনির্ভর অ্যাসিসট্যান্টসমূহ ইংরেজি ভাষাতেই সবচেয়ে বেশি সেবা প্রদান করতে সক্ষম। কিন্তু গুগল অ্যাসিস্ট্যান্ট ইংরেজির পাশাপাশি আপনি চাইলে কিন্তু বাংলা ভাষাতেও ব্যবহার করতে পারবেন। অর্থাৎ গুগল অ্যাসিস্ট্যান্ট আপনাকে বাংলা ভাষাতেই সেবা প্রদান করবে, আপনার সাথে বাংলাতে কথা বলবে, এবং আপনি বাংলা কথা বললে তা স্পষ্ট বুঝতে পারবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনার স্মার্টফোনে গুগল অ্যাসিস্ট্যান্ট-কে ইংরেজি থেকে বাংলায় রূপান্তরিত করবেন।
অ্যামাজনের অ্যালেক্সা এবং অ্যাপেলের সিরির মতো কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত গুগলের নিজস্ব ব্যক্তিগত ভার্চুয়াল সহায়তাকারীই হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট। ২০১৬ সালে গুগল অ্যাসিস্ট্যান্ট লাঞ্চ করা হয়। মোবাইল হাত দিয়ে স্পর্শ না করে কেবল কন্ঠস্বর ব্যবহার করে গুগল অ্যাসিস্ট্যান্টকে দিয়ে আপনি অনেক কাজ করিয়ে নিতে পারবেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, কাউকে ফোন কল করা, ইন্টারনেটের কিছু সার্চ করা, ইউটিউবে কোন কিছু সার্চ করে তা প্লে করা, হোয়াটসঅ্যাপ বা অন্যান্য মেসেজিং সার্ভিস-এর জন্য মেসেজ লিখতে পারা, মেসেজ পড়তে পারা, ইমেইল এবং নোটিফিকেশন না দেখেই সেগুলো শুনতে পারা ইত্যাদি।
‘ওকে গুগল’ বা ‘হেই গুগল’ বলে ডাকলে গুগল অ্যাসিস্ট্যান্ট সচল হয়ে ওঠে। এরপর আপনার চাহিদামতন নির্দেশ প্রদান করলে অ্যাসিস্ট্যান্ট সে নির্দেশ পালন করে। যেমন, আপনি গুগলে কোনো কিছু সার্চ করলে সার্চ রেজাল্টের কিছু অংশ আপনাকে পড়ে শুনিয়ে দেবে অ্যাসিস্ট্যান্ট। আপনি চাইলে গেইম খেলতে পারবেন, মজার মজার আলাপ করতে পারবেন, গান শুনিয়ে নিতে পারবেন, কৌতুক শুনতে পারবেন, ধাঁধার খেলা খেলতে পারবেন আপনার অ্যাসিসটেন্টের সাথে। এরপর পাশাপাশি যেকোনো অ্যাপ্লিকেশন ওপেন করা, যথাসময়ে রিমাইন্ডার পাওয়া এসব খুঁটিনাটি কাজ করেও আপনাকে সাহায্য করবে গুগল অ্যাসিস্ট্যান্ট। আর আপনি নিজেই ঠিক করতে পারবেন আপনার অ্যাসিসটেন্ট ‘নারী’ হবে নাকি ‘পুরুষ’।
ওপরে বর্ণিত সবকিছু ইংরেজিতে সম্পন্ন হবে। তবে আপনি চাইলে আপনার অ্যাসিস্ট্যান্ট-কে একজন বাঙালি হিসেবে ব্যবহার করতে পারবেন। এর জন্য আপনাকে ইংরেজির বদলে বাংলা ভাষা সেট করতে হবে।
ব্যাস, হয়ে গেল আপনার বাংলাভাষী গুগল অ্যাসিস্ট্যান্ট। এবার জমিয়ে আড্ডা দিন তার সাথে।